৪ হাজার ভারতীয় রুপি ও ইয়াবাসহ আটক ১

নাটোরের লালপুরে ভারতীয় ৪ হাজহার রুপি ও ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে অটক করেছে লালপুর থানার পুলিশ ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিলমাড়ীয়া প্রাইমারী স্কুল এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪ হাজার রুপি ও ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নওশেদ আলী পচুর ছেলে।

আরও পড়ুন:
সরকারি কলেজে চলছে কোচিং বাণিজ্য
সাতক্ষীরায় ১৭ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ৪ হাজহার রুপি ও ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য ও বিদেশী অর্থ রাখার অপরাধে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলমকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১৭:২৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ