মহিলা কলেজের সহকারী অধ্যাপক তুহিনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহঅধ্যাপক ও বিভাগীয় প্রধান এসএম মোস্তফা কামাল তুহিনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোটেক এবিএম আহসানুল হক আহসানের সভাপতিত্বে কলেজ হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
আন্তর্জাতিক নদী দিবস পালিত
সাতক্ষীরায় ১৭ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। সহঅধ্যাপক শাহানুর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপাধ্যক্ষ আলমগীর হোসেন, সহঅধ্যাপক আতিকুর রহমান, সহঅধ্যাপক আবুল কালাম আজাদ, সহঅধ্যাপক নাসির উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ। কয়েক বছর ধরে হৃদরোগে ভুগে ৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১৬:৩৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/কেএ