রাজধানীর হাতিরঝিল লেকের পানিতে শনিবার ভোরে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
পুলিশ বলছে, ভোরে হাতিরঝিলের কুনিপাড়া এলাকায় লাশটি ভেসে ওঠে। লাশের সামনের দিক (মাথা ও পিঠ) প্রথমে দেখা যায়।
লাশটি স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট।
পুলিশের ধারণা, লাশটি দুই-তিন দিন ধরে পানিতে ছিল। আজ তা ভেসে উঠেছে। প্রাথমিকভাবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম লেকের পানিতে লাশ ভেসে ওঠার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১১:৪৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/প্রআ/এএএম