দুদু’র বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সভা

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহবায়ক শামসুজ্জামান দুদু’র বিরুদ্ধে যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের ও চুয়াডাঙ্গার বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা কৃষকদলের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ কৃষকদলের যুগ্ন-আহবায়ক শামছুর রহমান।

আরও পড়ুন:
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
ঘুষ না দেওয়ায় চাকরী হারালো ৭ নিরাপত্তা প্রহরী

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও খুলনা বিভাগীয় কমিটির সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা।

বক্তব্য রাখেন এনামুল কবির মুকুল, এম শাজাহান আলী, আহসান হাবিব রণক, আব্দুর রউফ,এ্যাডঃ মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, মেহেদী হাসান, আব্দুস সালাম প্রমূখ ও লাভলুর রহমান বাবলু।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১১:৩১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কালি/এএএম