বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

জেলা যুবদলের আয়োজনে শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাড. এস.এম. মশিয়ুর রহমান।

আরও পড়ুন:
ঘুষ না দেওয়ায় চাকরী হারালো ৭ নিরাপত্তা প্রহরী
নির্মানাধীন শপিংমলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বিশেষ অতিথি বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম.এ. মজিদ, যুগ্ম-আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, যুবনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপি’র সদস্য আসিফ ইকবাল মাখন, আরিফুল ইসলাম আনন, মনিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন নাসের আলম সোহাগ, আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা শফি বিশ্বাস, ছাত্রনেতা মাহবুব আলম মিলু, সায়েদুর রহমান শাহেদ প্রমুখ।

বক্তারা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১১:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কালি/এএএম