জয়পুরহাটের পাঁচবিবিতে শুক্রবার সকাল থেকে বিয়ের দাবিতে গার্মেন্টস কর্মী প্রেমিকার প্রেমিকের বাড়িতে অন্বেষণের খবর পাওয়া গিয়েছে।
এ দিকে প্রেমিক সহ বাড়ির অন্যান্য সদস্যরা দরজায় তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে।
জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইয়াসিন আলীর মেয়ে জেসমিন আক্তার (১৯) পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২০) এর সাথে ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করার সুবাদে দু’জনের পরিচয় হয়। সেই থেকে ফোনালাপ অতঃপর প্রেম।
এক বছর থেকে জেসমিন ও শফিকুলের প্রেমের সম্পর্ক। জেসমিনকে শফিকুল বিয়ে করবে বলে একাধীক বার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
অতপর জেসমিনের নিকট থেকে শফিকুল এক লক্ষ টাকা নিয়ে ঢাকা থেকে পাঁচবিবিতে পালিয়ে আসে। শফিকুলের খোঁজে জেসমিন পাঁচবিবির ছালাখুর গ্রামে আসে।
জেসমিনের আগমনের খবর পেয়ে শফিকুল ও তার পরিবারের সদস্যরা গাঢাকা দেয়। জেসমিন শফিকুলের বাড়ির দরজায় অনড় অবস্থান নেয় এবং সে শফিকুলকে বিয়ে করতে চায়।
খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেয়েটির নিরাপত্তার ব্যবস্থা করেন।
সেপ্টেম্বর ২১, ২০১৯ at ১০:০৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সাইটি/এএএম