ওয়াইফাই স্পিড বাড়ানোর উপায়

হাই স্পিড ব্রডব্যান্ড নেওয়ার পরও স্পিড কম। কাজ করতে পারছেন না একেবারেই। অনেক সময় এমন হলে সার্ভিস প্রোভাইডারের কোন দোষ থাকে না। নিজের বাড়িতে হার্ডওয়্যারের দোষেই ওয়াইফাই স্লো হয়ে যায়।

আরও পড়ুন :
সানি লিওনের সাথে বাংলাদেশের শান্ত
পছন্দের নারীকে আকর্ষণ করার কয়েকটি সহজ উপায়

এর থেকে বাঁচতে ১০ বিষয় খেয়াল রাখুন। স্পিড পাবেন বেশি। কাজ হবে দ্রুতগতিতে।

১। রাউটারের যত্ন করুন। নিচে পড়ে থাকলেও জিনিসটা গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।

২। রাউটার কেনার সময় একটু সতর্ক থাকুন। সস্তা দামের রাউটারে ৫ গিগাহার্টজ ব্যান্ড থাকে না। এটাই হাই স্পিড ব্যান্ড। তাই খেয়াল রাখুন তাতে যেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই থাকে।

৩। বাড়িতে মেশ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করুন। এতে ওয়াইফাই কভারেজ ভালো পাবেন।

৪। দেওয়ালের কাছে কখনোই রাউটার রাখবেন না। রাউটার বাড়ির কোথায় রাখছেন তার উপরে ওয়াইফাই এর স্পিড নির্ভর করে।

৫। রাউটার সেটিংস থেকে কোন ডিভাইস কত স্পিড পাবে তা নিয়ন্ত্রণ করুন।

৬। ওয়াইফাই রাউটারের সঙ্গে বুস্টার ব্যবহার করুন। এতে ভালো স্পিড পাবেন সহজেই।

৭। রাউটারের বাইরে আলাদা অ্যান্টেনা ব্যবহার করুন। এই পদ্ধতিতে ওয়াইফাই কভারেজ অনেকটা বাড়িয়ে দেবে। যা ওয়াইফাই স্পিড বাড়াতে সাহায্য করবে।

৮। বাড়ির কোন কোনায় ওয়াইফাই কভারেজ কম থাকলে রিপিটার ব্যবহার করুন। এতে সেই সব জায়গার কভারেজ ভালো হবে। বাড়বে ইন্টারনেট স্পিড।

৯। রাউটার একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন। এতে কভারেজ ভালো পাওয়া যায়। দোতলা বাড়ি হলে রাউটার দোতলায় রাখার চেষ্টা করুন।

১০। যেখানে বসে সবথেকে বেশি কাজ করেন তার আশে পাশে রাউটার রাখার চেষ্টা করুন। এতে ভালো কভারেজ পাওয়া যাবে। যা স্পিড বাড়াতে সাহায্য করবে।

 সেপ্টেম্বর২১, ২০১৯ at ০৮:৫১:২৯(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আস/ইআ