ত্রিদেশীয় সিরিজের আজকে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে আটটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একবারো। শেষপর্যন্ত আফগানিস্তানের জয়ের রথ থামানোর পাশাপাশি রশিদ-নবিদের বিপক্ষে নিজেদের জয়ের খরাও কাটিয়েছে জিম্বাবুয়ে। বারো ম্যাচ অপরাজিত থাকার পর শুক্রবার রাতে চট্টগ্রামে ১৩তম ম্যাচে এসে হেরেছে আফগানিস্তান।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌছে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭১ রান এসেছে বিদায়ী অধিনায়ক মাসাকাদজার ব্যাট থেকে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসার নিয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।