রাজশাহী নগরীতে ৯৯৯-এ ফোন করে আগুনে পোড়া থেকে রক্ষা পেয়েছে একটি এ্যাম্বুলেন্স। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে নগরীর তালাইমারী নর্দান মোড়ের সামনে ভদ্রা রোডে এ ঘটনা ঘটে।
এ্যাম্বুলেন্সের মালিক কুরবান আলী বলেন, রোগীর ভাড়া মেরে ঈশ্বরদী থেকে নিজ গন্তব্যে পৌঁছার সময় নগরীর নর্দান মোড়ে হটাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এ সময় ব্যপক ধোয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যায়। ভদ্রা রাস্তার একটি লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাইক্রো চালক আমার বন্ধুকে মুঠো ফোনে বিষয়টি জানালে মারুফ ৯৯৯-এ ফোন দিয়ে অবগত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সাভির্সের সদস্যরা দ্রুত পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের (দমকল) স্টেশন অফিসার মাসুদ রানা জানান, এ্যাম্বুলেন্সের ব্যাটারী সর্টসার্কিট হওয়ায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি শুকরিয়া আদায় করে বলেন, দেরি হলে মাইক্রোবাসের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যেতো। এতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে যেতো।
এ্যাম্বুলেন্সের মালিক কুরবান আলী বলেন, মাইক্রোবাসটির ব্যাটারী সম্পূর্ণ পুড়ে গেছে। সব মিলে অনুমানিক ৬৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।
সেপ্টেম্বর ২০, ২০১৯ at ১৯:৪১:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআরআর/আক