শিবগঞ্জে পূর্বশত্রুতার জেরে ধরে গাছ কর্তনের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গনেশপুরে (পাথারেবাড়ী) পূর্বশত্রুতার জের ধরে গাছ কর্তনের অভিযোগ পাওয়া যায়।

জানা যায়, উপজেলার গনেশপুর গ্রামের রমজান আলীর সাথে বেশ কিছু দিন যাবৎ বাড়ির পাশের জায়গার মালিকানা নিয়ে একই গ্রামের মোফাজ্জল, আবু সুফিয়ান, বাচ্চু মিয়া ও শাহিনুর ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। এরই এক পর্যায়ে শত্রুতার জেরে রমজানের বাড়ির পার্শ্বে কলার গাছ কে বা কাহারা কেটে ফেলে।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়, একই গ্রামের আজিমুদ্দিনের পুত্র মোফাজ্জল হোসেন ও আবু সুফিয়ান এবং মৃত রহিম উদ্দিনের পুত্র বাচ্চু মিয়াসহ শাহিনুর ইসলামের সাথে পাশ্ববর্তী বাড়ির রমজান আলীর বিরোধের জের ধরেই মোফাজ্জল হোসেন গংরা কলার গাছ কেটে ফেলে।

আরও পড়ুন:
কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে র‌্যাব
ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদেপড়ে হতাহত দু্ই
বিশ্ববিদ্যায়ের ডাইনিংয়ের খাবারে বড়শি ও কেঁচো অভিযোগে বিক্ষোভ ও ভাংচুর

এ ঘটনাটি ঘটার পূর্বে আদালতে কৌশলে মোফাজ্জলগংরা রমজানকে ফাঁসানোর একটি মামলা দায়ের করে রমজান ও তার পরিবারকে হেনস্তা করার চেষ্টা করে এবং মোকামতলা বন্দরে প্রায় প্রায় রমজানকে একা পেয়ে প্রতি পক্ষের লোকজন হুমকি ধামকি ও মামলার ভয় দেখায়।

এরই প্রেক্ষিতে রমজান আলী বাধ্য হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ৪ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরি করার পর প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার বাড়ির পেছনে কলা গাছ কর্তন করে।

জানতে চাইলে রমজান আলী বলেন, আমাকে অন্যায় ভাবে ফাঁসানোর জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করছে। তার অংশ হিসেবে কলারগাছ তারা নিজেরাই কর্তন করেছে। এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন।

সেপ্টেম্বর ২০, ২০১৯ at ১৯:২৮:৩৩ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/রই/আক