কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে র‌্যাব

ক্যাসিনো ও ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে এবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা। বর্তমানে তারা কলাবাগান মাঠের পাশে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে তারা অবস্থান নেন। র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছলে অভিযান শুরু হবে বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-২ এর অপারেশন অফিসার সাইফুল মালিক জানান, আমরা অভিযান শুরু করবো। বর্তমানে কলাবাগান ক্রীড়াচক্রের মাঠের পাশে অবস্থান নিয়েছেন র‌্যাব সদস্যরা।

আরও পড়ুন:
যুবলীগ নেতা শামীমসহ গ্রেফতার ৮
পর্ণগ্রাফি মোবাইলে ডাউনলোড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার ৬
ডিম ভর্তি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে খাদেপড়ে হতাহত দু্ই

এছাড়া র‌্যাবের অপর একটি সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র‌্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিলো। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহর নেতৃত্বে র‌্যাব ক্লাবটিতে অভিযানের প্রস্তুতি নিয়েছে।

 

সেপ্টেম্বর ২০, ২০১৯ at ১৮:৩২:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/আক