বেনাপোলে চারুকারু শিক্ষার প্রতিষ্ঠান “চারুবর্ণ” আর্ট সেন্টারে মেধাবিকাশ প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ই সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় চারুবর্ণের “নব দিগন্ত প্রি ক্যাডেট স্কুল” শাখায় উক্ত মেধাবিকাশ প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
বেনাপোলে চারুবর্ণের ৪ টি শাখার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় সেরা ৩ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় চারুবর্ণের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সানজিদা নুর হাফসা, দ্বিতীয় স্থান আযরা যাছিয়া ও তৃতীয় স্থান অর্জন করে মোমতাহিনাহ্।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে “চারুবর্ণ” আর্ট সেন্টারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়ের সভাপতিত্বে ও চারুবর্ণের চারুকারু শিক্ষক ও আইডিয়াল কিন্ডার গার্টেন এর সহশিক্ষক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
উল্লেখ্য, বেনাপোলে ২০১৭ সাল হতে “চারুবর্ণ” আর্ট সেন্টারের ৪ টি শাখা নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল, গাজীপুর মডেল স্কুল, আইডিয়াল কিন্ডার গার্টেন ও তালশারী মডেল স্কুলে প্রতি শুক্রবার সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারাচারুকারু শিক্ষা দেওয়া হচ্ছে।
সেপ্টেম্বর ২০, ২০১৯ at ১৮:০৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মহোরি/আক