ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকায় ট্রাকের ধাক্কায় জয় (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে  ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় জয়পুরহাট পৌরসভার চক গোপাল মহল্লার গোলজার হোসেনের ছেলে ও জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ ক্যাম্পাসের প্রি-ক্যাডেটের ছাত্র।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাইহান হোসেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে স্কুলছাত্র জয় একটি বাইসাইকেলে করে পার্শ্ববর্তী তেঁতুলতলী গ্রামে বন্ধুর বাড়িতে যাওয়ার  পথে জয়পুরহাট থেকে বদলগাছীগামী একটি ট্রাক তার বাইসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ মেহেদী হোসেন (২০) নামে এক ট্রাক চালককে আটক করেছে। মেহেদী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে।