যশোরের কেশবপুর শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি দুলাল কুমার সাহার সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা অরুণ কুমার বিশ্বাস, স্বপন কুমার মুখার্জী, শংকার পাল, উদয় শংকর সিংহ, আশুতোষ হালদার, প্রধান শিক্ষক তাপস দে, হরেন্দ্র নাথ, প্রদীপ ব্যানার্জী, নন্দলাল বসু, ইউপি সদস্য নিমাই দাস, শিবুপদ দাস প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকারের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয় এবং শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
সেপ্টেম্বর ২০, ২০১৯ at ১৭:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/আক