যুবলীগ নেতা শামীমসহ গ্রেফতার ৮

রাজধানীর প্রভাবশালী ঠিকাদার যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিকেতনে তার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পরে শামীমের ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিদেশি মুদ্রা, মদ, একটি আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ অর্থ, ২০০ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।

আলোচিত জি কে শামীম সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশির ভাগ ঠিকাদারি কাজই জি কে শামীম নিয়ন্ত্রণ করেন।

বিএনপি-জামায়াত শাসনামলেও গণপূর্তে এই শামীমই ছিলেন ঠিকাদারি নিয়ন্ত্রণকারী ব্যক্তি।

জি কে শামীম যুবদলের কেন্দ্রীয় সহসম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন। পরে দলবদল করে যুবলীগের যোগ দেন। এক পর্যায়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পদ লাভ করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের খুবই ঘনিষ্ঠ।