বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রাথমিক শিক্ষক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখা মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।
বৃহস্পাতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকারের হাতে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের দাবিতে এ স্মারকলিপিটি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মানিক, শিক্ষক নেতা ফজলুল হক।
আরও বক্তব্য রাখেন ওয়াদুদুর রহমান রিপন, খায়রুল আলম, মোশাররফ হোসেন শামীম, শাহনাজ বেগম, সেলিম জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২৩:০০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএইসএস/এএএম