যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহামুদা আক্তার তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাত সাড়ে ৮টা দিকে তাকে আদালতে হাজির করে অস্ত্র ও মাদকের দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম।
এদিকে গ্রেপ্তার খালেদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়েছে। দুপুরে র্যাবের পক্ষ থেকে গুলশান থানায় মামলাগুলো করা হয়।
পাশাপাশি মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরেকটি মাদক আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
এর আগে আটক খালেদকে পুলিশের হাতে তুলে দেয় র্যাব। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র্যাব। আটকের পর তাকে র্যাব-৩ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আটকের সময় খালেদের বাড়ি থেকে ৪০০ পিস ইয়াবা, লকার থেকে ১০০০, ৫০০ ও ৫০ টাকার কয়েকটি বান্ডিল যাতে ১০ লাখ ৩৪ হাজার টাকা পাওয়া যায়।
ডলারের যে বান্ডিল পাওয়া যায় তার মূল্যমান ৫-৬ লাখ টাকা। তার কাছ থেকে মোট ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। যার একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্তভঙ্গ করে রাখা হয়েছিল।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২১:১৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম