ছাত্রলীগকে সততা, আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগকে সততা, আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

সন্ধ্যা সোয়া ৭টায় দেখা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন:
প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত
৩ দিনে নারী ও শিশুসহ ১০ ডেঙ্গু রোগী সনাক্ত

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন নির্দেশনা নেয়ার পাশাপাশি গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা জানানোর ব্যাপারে অনুমতি চেয়েছেন ছাত্রলীগ নেতারা।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২০:৫৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম