শ্রমিক নেতাদের মনোনয়ন উত্তোলন শেষে কবর জিয়ারত

দীর্ঘ প্রতিক্ষার পর শুক্রবার (০৪ অক্টোবর) ২০১৯ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধরন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র বিক্রয়ের দিন ধার্য্য ছিল। এদিন ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সম্বাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন উত্তোলন করার পর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার কবর জিয়ারত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের প্রার্থী কামাল হোসেন রবিমোমিনুল ইসলাম মোমিন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ওই শহীদ নেতার কবর জিয়ারত করেন তাঁরা। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন এর চাচা ও শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার ছোট ভাই লাট্টুসহ মোটর শ্রমিক উনিয়নের সাধারন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
ছয় দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

এর আগে রাজশাহী নওদাপাড়া আন্তজেলা বাস টার্মিনাল থেকে মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রার্থী হিসেবে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় শ্রমিকদের ব্যাপক সমাগম দেখা যায়।

এদিকে মনোনয়ন উত্তোলন করেছেন সভাপতি পদে ৪ জন ও সাধারন সম্পাদক পদে ৩ জন। এদের মধ্যে হেবি ওয়েট প্রার্থী সভাপতি পদে আছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবি ও রফিকুল ইসলাম রফিক।

ওপর দিকে সাধারন সম্পাদক পদে লড়াই করছেন সাবেক সাধারন সম্পাদক মোঃ সাইরুর ইসলাম ও মমিনুল ইসলাম, হাল ছাড়ছেন না সাবেক সাধারন সম্পাদক মাহাতাব চৌধুরীও।

উল্লেখ্য, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় শনিবার (২৩ জুন) বিকেলে। ওই দিন দুপুরে নগর ভবনের সিটি হলরুমে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান এ ঘোষণা দেন।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২০:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ