প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত

সাংবাদিকরাই জাতির বিকেক। দায়িত্বশীল একজন সাংবাদিকের কলমের লেখনিই সঠিক তথ্য তুলে ধরা সম্ভব। সাংবাদিকদের লেখনির মাধ্যমে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুথা, ৭০ সালের নির্বাচন, ১৯৭১ সলের মহান মুক্তিযুদ্ধের সঠিক খবরাখবর জনসাধারণের কাছে পৌছানো সম্ভব হয়েছিল।

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

প্রেসকাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আয়ুব খানের সেই বাংলা ভাষা বিরোধী ভাষনটি সাংবাদিকদের লেখনির মাধ্যমেই দেশবাসি জানতে পেরেছিল। এ ক্ষেত্রে একজন নির্ভিক সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কথা তুলে ধরে সাংবাদিকতায় তার আদর্শ অনুসরণের আহবান জানান উপস্থিত সাংবাদিকদের।

আরও পড়ুন:
সেইপ রিহ্যাব প্রকল্পের শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

প্রেসক্লাব সম্পাদক মোতাহার হোসেন ও সাংবাদিক অধ্যাপক বাবুল আকতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জি,এম মজিদ, প্রেসক্লাব নির্বাচনে কমিশনের দায়িতপ্রাপ্ত কর্মকর্তা অ্যাড. মকবুল ইসলাম, অ্যাড. বশির আহম্মেদ খান, মণিরামপুর বণিক সমিতির সভাপতি অরুণ নন্দন,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীর খান আজম, সাবেক সভাপতি এস,এম মজনুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দীন নবনির্বাচিত সহসভাপতি জিএম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস,এম সিদ্দিক প্রমুখ।

আলোচানা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে মণিরামপুর প্রেসক্লাবের নব-গঠিত নির্বার্হী পরিষদের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সভাপতি ফারুক আহম্মেদ লিটন ও সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুসহ নির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দায়িত্ব তুলে দেয়া হয় নব-গঠিত কমিটিকে । এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ২০:৪৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিহো/এএএম