যশোরের চৌগাছা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় সেইপ রিহ্যাব প্রকল্প পরিচালিত চৌগাছা মডেল কম্পিউটার ইন্সটিটিউট (সিএমআইটি) কলেজের ১ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের কোটচাঁদপুর সড়কের সিএমআইটি কলেজ ভবনে এই সার্টিফিকেট বিতরণ করা হয়।
সিএমআইটি কলেজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) ড. নূরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সেইপ রিহ্যাব প্রকল্পের জব প্লেসমেন্ট এন্ড ডাটাবেজ বিভাগের সহকারী কোঅর্ডিনেটর সরোয়ার মিজান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সিএমআইটির ইনচার্জ কামাল হোসেন, এডমিন অফিসার জামাল উদ্দিন, জবপ্লেসমেন্ট অফিসার আবু সায়েম, সহকারী আইআরইউপি অফিসার জুবায়ের আকবর, আইটি অফিসার মিকাইল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, ইন্সট্রাক্টর মিরাজ হোসেন শিপন, আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, আরিফ হোসেন, আল মাসুম, রাজু হোসেন, রিপন হোসেন, অসিম কুমার, তাজমুন নাহার, বিনা খাতুন, সুমন আহমেদ, অছিয়া খাতুন, পাপিয়া খাতুন, মেহেদী হাসান, শিলা খাতুন, লিমা খাতুন, সহকারী তানভীর আহমেদ, আল আমীন হোসেন প্রমুখ।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৯:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/কেএ