যশোরের চৌগাছায় ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেন তারা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চৌগাছা শাখার আয়োজনে শহরের মুক্তিযুদ্ধ ভাষ্কর্য মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতি, বিদ্যালয়ের পাঠদান সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা করাসহ ৬ দফা দাবি তুলে ধরে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, স্বরূপদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি, প্রধান শিক্ষক শাহিন মাহবুব, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, প্রধান শিক্ষক সালমা খাতুন, জাহাঙ্গীর আলম, সামাউল ইসলাম, মতিউর রহমান, কাজী তানিয়া সুলতানা, কল্পনা খাতুন, শিখা সাহা, শাহিনুর রহমান শাহিন, মফিজুর রহমান, রুহুল আমিন, নাজমুন্নাহার, নিয়ামত আলী, বদরুজ্জামান, সহকারী শিক্ষক লিখন হোসেন, মহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৯:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেআর/কেএ