যশোরের কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ৭দফা দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
৭দফা দাবীর মধ্যে রয়েছে অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান।
আরও পড়ুন :
৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা। পদোন্ততি প্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরাসরি নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষকদের ন্যায় প্রদান করা।
চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা, বিদ্যালয়ের পাঠদান সময় সূচী সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্ধারণ করা। শিক্ষকদের চাকুরী ভোকেশনাল সার্ভিসের পরিবর্তে নন ভকেশনাল সার্ভিস হিসাবে গণ্য করা।
পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইম স্কেলসহ সকল প্রকার জটিলতা নিরশন করা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৯:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/আজা