৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

যশোরের কেশবপুরে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে কলেজপড়ুয়া দরিদ্র ছাত্রীদের জন্য উদ্বুদ্ধকরণ সেমিনার এবং ৫০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ এনায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

আরও পড়ুন :
ছাত্রী বহিষ্কারের ঘটনায় জাবিতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
প্রাথমিক শিক্ষকদের গ্রেড বৃদ্ধির দাবীতে মানববন্ধন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাসিমা সাদেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ঘোষ ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ।

আরো বক্তব্য রাখেন, দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমীন নাহার, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার রায়, ছাত্রী মুক্তা খাতুন প্রমুখ।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৮:৪৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/আজা