প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং ফলজ গাছের চারা বিতরণ করেছেন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুবক্করের সভাপতিত্বে ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চত্তরে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসএসসি ১৯৮৯ ব্যাচের কৃতি শিক্ষার্থী বর্তমান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জান।

আরও পড়ুন:
মন্ডপে মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি
বিআরটিএর সহকারী পরিচালকের বাসা থেকে ঘুষের ৩৩ লাখ টাকা উদ্ধার

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জুলফিকর আলী জুলু, ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক শহিদলাল লাল্টু, সমাজ সেবক জাহাঙ্গীর আজাদ, মোরাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৫২ জন প্রতিবন্ধি কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং ফলজ চারা বিতরণ করা হয়। এর আগে অতিরিক্ত ডিআইজি জনাব মনিরুজ্জামান প্রতিবন্ধি স্কুল ঘুরে ঘুরে দেখেন এবং সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৬:২৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/কেএ