সিআইখোলা এলাকার আনোয়ার হোসেনের ছয়তলা বাড়ি থেকে তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক। নিহতরা হলেন, নাজনীন (২৬) এবং তার দুই মেয়ে নুসরাত (৮) খাদিজা (২)।
এছাড়া এ ঘটনায় আহত সুমাইয়া (১৫) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা য়ায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আজিজল হক জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে একই পরিবারের তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নাসরিনের বোনের জামাই আব্বাসের সঙ্গে সুমনদের পরিবারের কলহ চলছিল। এর জেরে আব্বাস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আব্বাসের বাড়ি একই এলাকায়।
ঘটনার পর থেকে আব্বাস পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান, জেলার পুলিশ সুপার (এসপি) মো. হারুনর রশিদ।
সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ১৫:৩৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএ