ক্রিকেটার বেন স্টোকসকে নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিল ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’। তারা প্রকাশ করেছে বেন স্টোকসের ভাই ও বোনকে হ’ত্যা করেছিল তার মায়ের সাবেক প্রেমিক। তবে এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই তীব্র নিন্দা জানিয়েছেন স্টোকস। শুরু হয়েছে বিতর্ক।
এরপর স্টোকস আরও বলেছেন, ‘এ ধরনের নোংরা খবর যিনি পরিবেশন করতে পারেন তিনি একজন সাংবাদিক তা ভাবতেই আমার লজ্জা হচ্ছে। প্রায় তিন দশক ধরে এই ঘটনাটা আমরা ভুলতে চাচ্ছি তখনই এ খবর প্রকাশ করা হয়েছে।’
পত্রিকাটি জানিয়েছে, স্টোকসের মায়ের সাবেক প্রেমিক হিংসার জেরে হ’ত্যা করেছিল তার ভাই ও বোনকে। এ ঘটনার তিন বছর পর স্টোকসের জন্ম হয়। খবরটি পড়ার পর স্টোকস টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে আমার মা-বাবার কাছে ওই সংবাদপত্রের প্রতিনিধি গিয়েছিল। তারপর এ খবর প্রকাশিত হয়। আমার পরিবারের একান্ত ব্যক্তিগত, যন্ত্রণাদায়ক বিষয় এটা। যা প্রকাশ করা হলো। সবচেয়ে বড় কথা এ ঘটনার ৩১ বছর কেটে গেছে।’
স্টোকস আরো বলেন, ‘খবরটি ছাপানোর আগে আমার অনুমতি নেয়া উচিত ছিল। তারা বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে এ খবর ছাপিয়েছে।
সেপ্টেম্বর১৯, ২০১৯ at ০৭:৫৮:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ