শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলার মদনা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে গাছের চারা বিতরন ও মাদক বিরোধী শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো: আবু রাসেল।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) শেখ মাহাবুব, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মারফিন খাতুন।

আরও পড়ুন:
মোদিকে ‘জাতির পিতা’ বলে বিপাকে মুখ্যমন্ত্রীর স্ত্রী
৩৯ রানের জয় দিয়ে ফাইনালে টাইগাররা

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিএম জুবায়ের, পারকৃষ্ণপুর,মদনা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাইদ, বক্তব্য দেন লাল-সবুজ উন্নয়ন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত।

পরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ ও মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাল সবুজ উন্ন্য়ন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসিক জামিল রুবেল। শিক্ষার্থীদের মাঝে ৫ শত ফলজ গাছের চারা বিতরন করা হয়।

সেপ্টেম্বর ১৯, ২০১৯ at ০০:১৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম