মোদিকে ‘জাতির পিতা’ বলে বিপাকে মুখ্যমন্ত্রীর স্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিসের স্ত্রী আমরুতা ফাদনবিস।

মঙ্গলবার টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে আমরুতা ভারতের এই প্রধানমন্ত্রীকে ‘ফাদার অব আওয়ার কান্ট্রি’ বলে সম্বোধন করেন। তাঁর সেই টুইটের পর শুরু হয়ে তুমুল সমালোচনা।

ওই টুইট পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা লেখেন, ‘আমাদের দেশের পিতা নরেন্দ্র মোদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা; যিনি সমাজের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করতে আমাদের প্রেরণা জোগান।’

টুইটারে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করা সেই টুইটের সঙ্গে আমরুতা তাঁর নিজের গাওয়া একটি গানের ভিডিও জুড়ে দিয়েছেন।

আরও পড়ুন:
যুবলীগ নেতা খালেদ মাহমুদ অস্ত্রসহ আটক
৩৯ রানের জয় দিয়ে ফাইনালে টাইগাররা

নরেন্দ্র মোদিকে দেশের পিতা বলে টুইট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রীর স্ত্রীর ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই তাঁকে স্মরণ করিয়ে দিয়েছেন, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর কথা।

টুইটারে একজন তার কাছে জানতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কীভাবে এবং কখন আমাদের দেশের পিতা হলেন?

অতীতের যেকোনো সময়ের চেয়ে বেকারত্ব এখন রেকর্ড পরিমাণে বেড়েছে, অর্থনীতির চাকা নিম্নমুখী। এমন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজের উন্নয়নের জন্য কী করেছেন?

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২৩:৫০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এনটিভিও/এএএম