থানার নাকের ডগায় হেরোইন ইয়াবার ব্যবসা রমরমা

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষনা দেওয়ার পর সারাদেশে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা নড়ে চড়ে বসেন। শুরু হয় দেশ ব্যপি মাদক বিরোধী অভিযান। পুলিশ, ডিবি ও র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে অনেক মাদক ব্যবসায়ী।

বর্তমানেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। সম্প্রতী রাজশাহী নগরীতে মাদকের বিরুদ্ধে অভিযান ঝিমিয়ে পড়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। এমনি একটি চিত্র দেখা গেল রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধিন হাজরাপুকুর এলাকায়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাজরাপুকুর মোড়ে ২০/২২ জন মাদক সেবির ভীড় দেখা যায়। লাইন ধরে কিনছে হেরোইন ইয়াবা। তাও আবার প্রকাশ্য দিবালোকে। কাছে গিয়ে দেখা গেল তেতু নামের এক মাদক ব্যবসায়ী হাতে কাপড়ের একটি ব্যাগ। টাকা নিয়ে ব্যগে রাখছে আর ব্যাগ থেকে হেরোইন ইয়াবার পুরিয়া বের করে খদ্দেরদের বুঝিয়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব ?

আরও পড়ুন:
তিন বছর পর বন্ধ থেকে মুক্ত সাদেকুল
গ্রামীণফোন-রবির পাওনা আদায়ে অর্থমন্ত্রীর মধ্যস্থতা

জানতে চাইলে একাধিক স্থানীয়রা বলেন, পুলিশ আসে আর তেতুর সাথে দেখা করে চলে যায়। ওই এলাকায় তেতু, খাইরুলের স্ত্রী শ্যামলী, ইসমাইলের ছেলে ইসরাফিল, আক্কাসসহ কয়েকজন মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদকের ব্যবসা চালালেও তাদের ধরে না পুলিশ।

এদের মধ্যে বিখ্যাত মাদক ব্যবসায়ী তেতু প্রকাশ্যে বলে থানা ফাঁড়িতে টাকা দিয়ে ব্যবসা করি। কাউকে গুনার টাইম নাই।

স্থানীয়রা আরো বলেন, এদের কারনে চিপা গলি দিয়ে মা বোনদের চলাফেরা করতে ব্যপক সমস্যা হয়। তারপরও তাদের মাদক ব্যবসা বন্ধের বিষয়ে বলা হলে তারা মাদক দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দেয় স্থানীয়দের।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২২:০৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ