পল্টু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধুর বাংলায় খুনিদের ঠাঁই নাই’ এ স্লোগানে দর্শনায় যুবলীগের কর্মী নঈমুদ্দিন আহম্মেদ পল্টু হত্যাকারী ও মন্জুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্লোগান দিয়ে ঘাতকদের বিচারের দাবি-সংবলিত নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক হাজার নারী-পুরুষের সমাগমে সরগরম ছিল দর্শনা-মুজিবনগর সড়কের দর্শনা প্রেসক্লাব-সংলগ্ন রাস্তার দুই ধার।

পরে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, দর্শনা একটি সীমান্তবর্তী ছোট শহর। এখানে নানা ধরনের মানুষের বসবাস। এখানে কয়েকজন উচ্ছৃঙ্খল, মাদক ব্যবসায়ী, সোনা চোরাচালান কারবারিসহ বিভিন্ন অপকর্মের হোতা ছাড়া বসবাসকারী সবাই শান্তিপ্রিয় মানুষ।এ কয়েকজনের কারণে আজ দর্শনায় অশান্তি বিরাজ করছে। দর্শনায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এসব খুনিদের ফাঁসি হতেই হবে।

আরও পড়ুন:
কমিউনিটি ক্লিনিকের পরিচালনা সদস্যদের পরামর্শ সভা
তিন বছর পর বন্ধ থেকে মুক্ত সাদেকুল

যতক্ষণ পর্যন্ত পল্টু হত্যাকারীদের সুষ্ঠু বিচার না হয়, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না, বাড়িও ফিরে যাব না।

আজকের পরে আগামীতে একটি পৌর কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে পৌরসভার বিভিন্ন গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ থাকবে। পরবর্তী আন্দোলন ও কর্মসূচি ওই কমিটি দ্বারা আপনাদের জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান, পল্টু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহাব্বত আলী, দর্শনা অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাজি হাফিজুর রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক মেম্বার আজিজুল হক।

আরও উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি টিপু সুলতান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, মোটর শ্রমিক ইউনিয়ন দর্শনা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, এরশাদ আলী মাস্টার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন নিহতের ভাই কাউন্সিলর মইনদ্দিন মণ্টু, দর্শনা পৌর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাবেক কাউন্সিলর আ. কাদের, আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ইদ্রিস আলী, যুবলীগের নেতা সাইফুল ইসলাম, হুকুম আলী, মারুফ আহম্মেদ, মিঠু, হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২১:৫৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম