যশোরের চৌগাছায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা সদস্যদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ক্লিনিকের পরামর্শ সভায় ক্লিনিকের সভাপতি ও ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের সভাপতিত্বে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কারিমুল ইসলামের সঞ্চালনায় বুধবার বেলা ১১টায় উপজেলার কাবিলপুর কমিউিনিটি ক্লিনিকের সামনে কেয়ার বাংলাদেশের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসের সহযোগিতায় এবং ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় স্বাগত বক্তৃতা করেন কেয়ার বাংলাদেশের এসডিসি সমষ্টি প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক সাজেদা ইয়াসমিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আসাদুজ্জামান, উপজেলা যুব মহিলালীগের সহ-সভাপতি ও বিগত উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রিপা খাতুন, সিজি সদস্য রফিকুল ইসলাম, এসসিএ সদস্য লতা খাতুন, সিএসজি সদস্য সালেহা বেগম।
আরও বক্তৃতা করেন উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নান্নু মিয়া, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার জাকির হোসেন, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মতিন তালুকদার, ঢাকা আহছানিয়া মিশনের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, ক্লিনিকের জমিদাতা ইরাদ আলী প্রমুখ।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২১:৪১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোমই/এএএম