সন্ধান মিললো বিষধর সাপ রাসেল ভাইপার

রাজশাহী নগরীতে জনবসতিতে দেখা গেল বিষধর সাপ রাসেল ভাইপার। বিশাল আকৃতির এই সাপটি প্রায় ৬ ফিট লম্বা। ডোরাকাটা রঙ্গের বিকৃতি চেহরার ওই সাপটি বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় নগরীর মতিহার থানার পূর্বপাশের একটি বাড়ির পাশের ঝোপে দেখা যায়।

স্থানীয় ইমরান নামের এক যুবক জানায়, কচু শাক তুলতে এক নারী বাড়ির পাশের ঝোপে যায়। শাক তোলার এক পর্যায়ে অদ্ভুত একটি আওয়াজ তার কানে আসে। এ সময় সে ভাল ভাবে লক্ষ্য করে বিশাল আকৃতির ওই সাপটি দেখে চিৎকার করে ওঠেন। পরে সাপ ধরতে পারদর্শি স্থানীয় জলিল নামের এক রিক্সাচালক গিয়ে সাপটিকে ধরে বস্তা বন্দি করে নিয়ে যায়।

আরও পড়ুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা
আট রানেই ৩ উইকেট নেই জিম্বাবুয়ের

এ নিয়ে নানা মন্তব্য শোনা যায় স্থানীয়দের মাঝে। কেউ বলে নদীতে পানি বাড়ায় বন্যার পানিতে এই বিষধর সাপটি ভেসে এসে লোকালয়ে বসবাস করছিলো। এ নিয়ে স্থানীয় ধারনা করছে আরো এ ধরনের সাপ আশপাশের ঝোপ জঙ্গলে থাকতে পারে। এমন আশংকার জায়গা থেকে বাড়ির আশ পাশের ঝোপ জঙ্গল পরিস্কার রাখার জন্য উদ্যোগ নেওয়ার কথাও বলেন স্থানীয়রা।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২১:২৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ