বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা। বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী।
এসময় উপস্থিত ছিলেন, জাপা নেতা সিরাজুল ইসলাম তোতা, আঃ সাত্তার, মানিক হোসেন, আলহাজ্ব মকবুল হোসেন, জহুরুল ইসলাম, আফসার আলী, আঃ ওয়াহেদ, শাহিন আলম, ওয়াহেদ আলী প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে সাজেদুর রহমান কালুকে আহ্বায়ক ও শাহিনূর ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য শিবগঞ্জ সদর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ২০:০৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/কেএ