বিষধর সাঁপের কামড়ে মৃত্যু ১

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রুপদাহ গ্রামে বিষধর সাঁপের ছোবলে ভানুমতি (৬০) নামে এক মহিলা মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রুপদাহ গ্রামে গোপাল কুমার বিশ্বাস ও তার স্ত্রী খাওয়া দাওয়া শেষ করে ঘরের মেঝেতে শুয়েছিল গভীর রাতে বিষধর সাঁপে গোপালের স্ত্রীকে ছোবল মারে।

আরও পড়ুন:
খাদ্যে ভেজাল ও লাইসেন্স না থাকায় তিন দোকানে জরিমানা
ইবি ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি সাবেক ছাত্রনেতার

এসময় আশপাশের গ্রাম থেকে ওঁঝা দিয়ে তার বিষ নামানোর চেষ্ঠা করা হয়, অবশেষে বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে দায়িত্বরত ডাক্তার তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৯:৪৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ