নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে তিন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে জিহাদ দই ঘরকে ১০ হাজার, জলযোগ মিষ্টান্ন ভান্ডার কে ৫ হাজার টাকা, ও রাঙ্গা ফার্মেসী কে ৯হাজার টাকা জরিমানা করা হয়।
জানাগেছে, দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর এর সহকারী পরিচালক শামসুল ইসলামের নেতৃত্বে ও লালপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার গোপালপুর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় খাদ্যে ভেজাল, নিষিদ্ধ বস্তু ব্যবহার , লাইসেন্স না থাকা, লেবেল পরিবর্তন করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কে ব্যবসায়ী ও ক্রেতাদের অবহিত করা হয়।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৯:১৮:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআরট/আজা