ইবিতে খুলনা জেলা ছাত্রকল্যাণের নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন ইসলাম শিম্মি ও হাসিব হোসেন প্যারিসের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম, বিদায়ী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মোস্তাফিজুর বনি, আশিকুর বহমান, আরিফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন:
বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

আলোচনা অনুষ্ঠান শেষে ব্যাবস্থাপনা বিভাগের ১২-১৩ শিক্ষার্থী আরিফুজ্জামানকে সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব হাসান প্যারিসকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৮:১৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/কেএ