যশোরের কেশবপুরে দলিতের সহযোগিতায় ও হারচয়েস প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে যুব সমাবেশ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে বুধবার সকালে সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র।
আরও পড়ুন:
ইবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু
কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক সঞ্জীব কুমার দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার ও দলিতের মনিটরিং অফিসার যোয়াকিম মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন, দলিত হারচয়েস প্রকল্পের ব্যবস্থাপক নাজমীন নাহার ও কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দাস।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৭:৪৫:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআর/কেএ