যশোর পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা বিষয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী।
বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জগদীস চন্দ্র বসু, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, যশোর বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সমাজ কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন :
১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
ইবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
কম্পিউটারে প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেন কম্পিউটার প্রকৌশলী নাছিম আকাশ। আগামী ৩০ সেপ্টেম্বর যশোরে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতায় কিভাবে অংশ নিতে হবে তারই দিক নির্দেশনা দেওয়া হয় ওই আঞ্চলিক কর্মশালায়।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, কম্পিউটার আর প্রযুক্তি কিনে ঘর ভরে রাখলেই হবে না। আমাদের প্রযুক্তি জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তি জ্ঞান ছাড়া দক্ষ জনশক্তি তৈরি হবে না।
এ জাতীয় কর্মশালার মাধ্যমে সফটওয়্যার ডেভেলপসহ উচ্চতর বিভিন্ন বিষয়ে দক্ষতা নিতে হবে। এজন্য পাঠ্য বইয়ের বাইরে লেখাপড়া করতে হবে। হাতে কমলে প্রযুক্তি বিষয়ে জানতে হবে। তবেই বাংলাদেশ তথ্য প্রযুক্তি নির্ভর দেশ হিসাবে বিশ্বের বুকে দাঁড়াতে পারবে।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৮:৪২:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআই/আজা