সরকারী কর্মব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষের সাথে আভ্যন্তরীন একাডেমিক বিভাগ ও প্রশাসনিক দপ্তর গুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরকারী নির্দেশনা মোতাবেক জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ও কর্ম ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে চুক্তির অংশ হিসাবে ২০১৯-২০২০ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আভ্যন্তরীন ৬৮টি একাডেমিক বিভাগ ও প্রশাসনিক দপ্তরের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন:
কমিটি বিলুপ্তির দাবিতে ইবি ছাত্রলীগের গণস্বাক্ষর অভিযান
ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারী আটক
অনুষ্ঠানে এপিএ টিমের আহবায়ক উপউপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৬:১৯:৫৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএন/কেএ