বেনাপোলে নারী ও শিশু পাচার এবং চোরাচালানী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে এ সভা অনুষ্টিত হয়েছে। নারী ও শিশু পাচার এবং চোরাচালান যাতে বন্ধ হয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন :
ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারী আটক
কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিজুল রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৫:৫৪:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/আজা