জীবননগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। আটক হওয়া নারীরা হলেন ঝালকাঠি জেলার সদর উপজেলার দাপর গ্রামের মৃত জিন্নাত আলী হাওলাদারের মেয়ে লাকি বেগম (৩২) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত জামিল আহম্মেদের স্ত্রী নিকুল আক্তার (৩৩)। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।
জানা যায়, খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) জীবননগর বিশেষ ক্যাম্পের টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা হতে ঢাকাগামী ইউনিক পরিবহনে থেকে তাদেরকে আটক করে।
এ সময় বাস তল্লাশি করে পাঁচটি ব্যাগ ও দুটি বস্তা পাওয়া যায়। পরে বাসের যাত্রীদের ব্যাগ ও বস্তাগুলোর মালিকানার ব্যাপারে জিজ্ঞাসা করলে লাকি বেগম ও নিকুল আক্তার ওই ব্যাগ তাঁদের বলে দাবি করেন।
আরও পড়ুন :
ইয়াবাসহ ৮ জন মাদক চোরাকারবারী গ্রেফতার!
তিন দিনে সৌদি থেকে ফেরত ৩৮৯ বাংলাদেশি
ব্যাগ ও বস্তাগুলো তল্লাশি করে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার উন্নতমানের কাতান শাড়ি, বেনারসি শাড়ি, শেরোয়ানি, লেহেঙ্গা, শাল, ওড়না, থ্রিপিস, শার্টপিস, প্যান্টপিস, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, ৩টি মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ১ হাজার ৮৪৭ টাকা, ভারতীয় ২ রুপিসহ অন্যান্য মালামাল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫৬ হাজার ৮০৯ টাকা।
আসামিদের পাসপোর্ট চেক করে ও তাঁদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা অবৈধভাবে ভারতীয় মালামাল আনার জন্য প্রায়ই ভারতে যাতায়াত করেছেন। এ ব্যাপারে বর্তমানে কলকাতায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক ঢাকার মতি নিয়মিত তাঁদের মালামাল সরবরাহ করে থাকেন।
ঢাকায় সুবাস্তু মার্কেটের বিভিন্ন দোকানে এ মালামাল বিক্রয় করা হয় বলে জানায় তাঁরা। ভারতীয় অবৈধ মালামালসহ আটক হওয়া আসামিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৫:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআর/আজা