ইয়াবাসহ ৮ জন মাদক চোরাকারবারী গ্রেফতার!

রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রামে খরিদ্দার সেজে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শাহ আলমসহ (৪০) অপর ৭ আন্ত:জেলা মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বিক্রিযোগ্য ৮শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য কাজাইকাটা গ্রামে ইয়াবা মহাজন শাহ আলমের বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় ইয়াবা কিনতে এসে গ্রেপ্তার হন, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২), ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০)।

আরও পড়ুন:
আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু
দুর্বৃত্তদের গুলিতে দুই জেএসএস কর্মী নিহত

আরও গ্রেপ্তার হন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজেরচর গ্রামের আকবর আলীর পূত্র রবি চাঁন মিয়া (২৯), একই এলাকার নাসিম উদ্দিনের পূত্র শান্ত হোসেন (২৬), নুর হোসেনের পূত্র মিজানুর রহমান (২৩) ও মংলা শেখের পূত্র বাবু মিয়া (২৪)।

এসময় চোরাকারবারীরা ইয়াবার স্যাম্পল দেখার জন্য ওই বাড়ীতে জড়ো হয়। ঘটনাস্থল থেকে ৭ ইয়াবা কারবারীসহ ওই গ্রামের আলজেস আলীর পূত্র শাহ আলমকে ৮শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ১৪:২৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম