১০৫ বোতল ফে‌ন্সি‌ডিলসহ দুইজন আটক

কাপাসডাংগা ফা‌ড়ির পু‌লিশ মাদক বি‌রো‌ধি অ‌ভিযান চা‌লি‌য়ে ১০৫ বোতল ফে‌ন্সি‌ডিলসহ দুইজনকে আটক ক‌রে‌ছে।

আটককৃতরা হ‌লো সামাদুল ইসলাম (২৫),ও জবাব আলী(৩০)। মঙ্গলবার দুপুর আড়ায়টার সময় পীরপুর এলাকা থে‌কে তা‌দের‌কে আটক ক‌রে পুলিশ।

দামুড়হুদা ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ সুকুমার বিশ্বা‌সের নেতৃ‌ত্বে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কাপাসডাঙ্গা ফা‌ড়ির আই সি সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নি‌য়ে দামুড়হুদা উপ‌জেলার পীরপুর কুল্লা গ্রা‌মের মৃত হাকেম আলীর ছে‌লে সামাদুল ইসলাম‌ ও একই গ্রা‌মের সুলতান বিশ্বা‌সের ছে‌লে জবাব আলী‌কে আটক ক‌রে।

আরও পড়ুন:
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আটক করার সময় লোকমুখে শুনা যায় সড়া বাড়িয়ার লিটু বলে একজন পালিয়ে যায়। প‌রে আটককৃতদের তথ্য অনুযায়ী পীরপুর মা‌ঝের পাড়ায় বিচালী গাদার ভিতর থে‌কে ১০৫ বোতল ফে‌ন্সি‌ডিল উদ্ধার ক‌রে পুলিশ।

তা‌দের বি‌রো‌ধে দামুড়হুদা ম‌ডেল থানায় মাদ‌কের মামলা হ‌য়ে‌ছে। বুধবার তা‌দের‌কে আদাল‌তের মধ্য‌মে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌বে ব‌লে জানান পু‌লিশ।

সেপ্টেম্বর ১৮, ২০১৯ at ০০:৩৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম