পানিতে ডুবে ২ বছরের শিশু নিহত

যশোরের শার্শায় পানিতে ডুবে আহাদ আলী নামে (২) বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর পাশে কুয়াই পড়ে যেয়ে শিশুটি নিহত হয়। সে উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে।

নিহত শিশুটির নিকট আত্মীয় ইকরামুল ইসলাম জানান, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ছিল। এ সময় ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যায।

আরও পড়ুন:
মাদ্রাসাছাত্রীর আত্বহত্যা
লক্ষ্মীপুর জেলা সমিতি নতুন নেতৃত্বে বাপ্পী-বুলবুল

পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পাশের কুয়াই শিশুটিকে ভাসতে দেখে তুলে আনে। এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার মোঃ নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ২২:৩৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/এএএম