কমছে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমতে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন যে পরিমান রোগী ভর্তি হচ্ছে তার থেকে বেশি পরিমান রোগী ফিরে যাচ্ছে বাড়ি। সোমবার (১৬ সেপ্টেম্বর) ৬ জন রোগী বাড়ি ফিরেছেন ।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ২ জন। আর বাড়ি ফিরে গেছে ৬ জন। এদিন রামেকে মোট রোগীর সংখ্যা দাড়ায় ৬শত ৯৭ জন এর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৬ শত ৮৩ জন।

আরও পড়ুন:
হত্যা মামলা তুলে নিতে আসামীদের চাপে নির্মল-প্রীতি দম্পত্তি
শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের র‌্যালি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এবার রামেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ জন। রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ফলে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার কমছে।

তিনি আরো বলেন, মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতার কারণে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলেও জানান তিনি।

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ২১:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ