মহান শিক্ষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি ও লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে র্যালি ও লিফলেট বিতরণ করে তারা।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিকের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে র্যালিটি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, দপ্তর ও কোষাধ্যক্ষ তানজিম পিয়াস, উদয় দেবনাথ ও আনাস।
র্যালি শেষে সাধারণ সম্পাদক জি কে সাদিকের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সামগ্রিক সংকট নিরসনে বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে নেতা কর্মীরা।
ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, ৬২ সালের শিক্ষা আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হয়েছিল তা আজ ভূলুণ্ঠিত হয়েছে। আজ শিক্ষাকে বানিজ্যিকীকরণ করা হয়েছে এবং কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষা দিবসে সরকারের কাছে ৬২ সালের শিক্ষা আন্দোলনের মূল দাবিটি বাস্তবায়ন করার দাবি করছি।
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ২০:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএন/কেএ