আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইঞ্জিন চালিত গাড়ী আলমসাধুর ধাক্কায় নয়ন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত গাড়ির চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর এলাকা থেকে মাছ বুঝায় একটি আলমসাধু সলেমানপুর জাবড়েখাত নামক স্থানে পৌছায়। এসময় নতুন মোটরসাইকেল চালাতে গিয়ে আলমসাধুর সাথে নয়ন ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন:
নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
ইবিতে বায়োআইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নয়ন পৌর শহরের সলেমানপুর কাহারপাড়ার আব্দুল মান্নানের ছেলে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ২০:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসএম/কেএ