ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়োআইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পোষ্টার প্রদর্শনী, ৩ মিনিট থিসিস এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতা নিয়ে বায়োআইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের তৃতীয় তলার করিডোরে পোষ্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.নিলুফা আক্তার বানু, বায়োলজি অনুষদের ডীন প্রফেসর ড.মোঃআনোয়ারুল হক, এবং বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড.মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড.মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড.মোঃ আবুল কালাম আজাদ।
আরও পড়ুন :
ছাত্রলীগের আনন্দ মিছিল সমাবেশ
এছাড়াও উপস্থিত ছিলেন, ড.মোঃ আবু হেনা মোস্তফা জামাল, ড.মোঃ মাহফিজুর রহমান, ড.মোঃ নাজমুল হুদা, ড.শুধাংশু কুমার বিশ্বাস, ড.মোঃ রকিবুল ইসলাম,ড.মোঃ খসরুল আলম, ড.মোঃ আজিজুল ইসলাম প্রমূখ।
পরবর্তীতে ড.মোঃ আবু হেনা মোস্তফা জামালের উপস্থাপনায় সকাল ১১.৩০ মিনিটে বায়োটেকনোলজি বিভাগের ৩৪৪ নং কক্ষে ৩ মিনিট থিসিস এবং বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এসময় জীবপ্রযুক্তির ভূমিকা এবং সম্ভাবনা সম্পর্কিত জ্ঞানগর্ভ আলোচনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ।
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৯:৩৬:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তএইচ/আজা