বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিনাইদহে আন্ত উপজেলা অনূর্ধ-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি সদস্য আব্দুল হাই।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এম হাকিমসহ অন্যান্যরা।

আরও পড়ুন:
হতদরিদ্রের মাঝে ১০ টাকায় চাল বিতরণ
ছাত্রলীগের আনন্দ মিছিল সমাবেশ

নক আউট ভিত্তিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এতে জেলার ৬ টি উপজেলার ১২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খোলায় অংশ নেয় মহেশপুর উপজেলা বনাম সদর উপজেলা একাদশ

সেপ্টেম্বর  ১৭, ২০১৯ at ১৮:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ