ঝিনাইদহে আন্ত উপজেলা অনূর্ধ-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি সদস্য আব্দুল হাই।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এম হাকিমসহ অন্যান্যরা।
নক আউট ভিত্তিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এতে জেলার ৬ টি উপজেলার ১২টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খোলায় অংশ নেয় মহেশপুর উপজেলা বনাম সদর উপজেলা একাদশ
সেপ্টেম্বর ১৭, ২০১৯ at ১৮:৪৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ